গণআওয়াজ, গৌহাটি : রাজ্যের সাংবাদিক-সংবাদকৰ্মীদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান ফর আসাম (জাফা)-র ত্ৰিবাৰ্ষিক কেন্দ্ৰীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৩ ফেব্ৰুয়ারি।
গৌহাটি মহানগরির পার্শ্ববর্তী ক্ষেত্ৰীর ডিমরীয়া মহাবিদ্যালয়ের প্ৰেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই অধিবেশন।
এক যৌথ বিবৃতিতে জাফার কেন্দ্ৰীয় সভাপতি অভিদ্বীপ চৌধুরী, কাৰ্যকরী সভাপতি পংকজ ডেকা, সম্পাদক প্ৰধান কুঞ্জ মোহন রায় এবং মুখ্য সাংগঠনিক সম্পাদক কুশল শইকীয়া এ সংবাদ জানিয়েছেন।
এই অধিবেশনে সংগঠনের প্রতিটি জেলা কমিটির সভাপতি, সম্পাদক সহ প্ৰতিনিধিদের উপস্থিতি কামনা করছেন।
সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ স্মরনের মধ্যদিয়ে অধিবেশনের সূচনা হবে।
এদিন অধিবেশনের সাধারণ সভায় আগামী কাৰ্যকালের জন্য সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
বিকেলে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধিবেশনকে সাফল্য মণ্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।