কামরূপ, গুয়াহাটি : অম্বুবাচী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের মধ্যে আহার বিতরণ ব্যবস্থা নিয়ে আলোচনার উদ্দেশ্যে আজ কামরূপ মহানগর জেলা উপায়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত উপায়ুক্ত ডঃ ধ্ৰুবজ্যোতি হাজারিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপায়ুক্ত বিক্ৰম ছেত্ৰী এবং খাদ্য সরবরাহ বিভাগের উপসঞ্চালক।
সভায় বিগত বছরের ভক্ত শিবিরে আহার সরবরাহ করে আসা বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এই সংস্থাগুলো জেলা পরশাসনের ভাগ করে দেওয়া অনুসারে শিবিরগুলোতে থাকা ভক্তদের মধ্যে আহার বতরন করবে।
ভক্তদের জন্য আহার প্ৰস্তুত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটিকে সৰ্বাধিক গুরুত্ব দিতে এবং খাদ্যের উচ্চ মান রক্ষা করতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।
ভক্তদের শিবিরে সকাল, দুপুর এবং সন্ধ্যায় তিনবার আহারের সাথে সাথে চা-ও দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন সংস্থা ভক্তদের বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করবে।
ভক্তদেরকে আহার, চা এবং পানীয়জল সরবরাহ করার সময় প্লাষ্টিকের প্লেট, গ্লাস ইত্যাদি পরিহার করতে জেলা প্রশাসন নিৰ্দেশ দিয়েছে ৷
এছাড়া পরিচ্ছন্নতার কারনে আহার সরবরাহ করার পর ব্যবহিত প্লেট, গ্লাস ইত্যাদি পৌরনিগমের কর্মীরা যাতে সহজে নিয়ে যেতে পারে সেজন্য গুচিয়ে রাখার ব্যবস্থা করতে জেলা প্রশাসন বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে৷