হাইলাকান্দিতে চলছে অবৈধ বালু মাফিয়াদের রমরমা!

Spread the love

বন বিভাগের নিষ্ক্রিয়তায় মার খাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব

ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : বন কর্মকর্তাদের সঙ্গে ম্যানেজিং ফর্মুলায় হাইলাকান্দি চলছে অবৈধ বালু বাণিজ্য।

কাটাখাল নদীর রতনপুর ব্রিজের নিচ থেকে অবাধে খনন বালু বিক্রি করছে মাফিয়ারা।

সরকারি গাইডলাইনে ব্রিজের দুই পাশের পাচশত মিটার এলাকায় কোনো ধরনের খনন কার্য নিষিদ্ধ থাকলেও রতনপুরে চলছে অবাধে বালু খনন করে পাচার।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন শতাধিক লরি বোঝাই বালু পাচার করছে মাফিয়ারা।

হাইলাকান্দি বন বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, বন আধিকারিকদের ম্যানেজে চলছে এই অবৈধ বালু পাচার।

প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মাফিয়ারা দিনের পর দিন অবাধে এই বালু পাচার চালিয়ে যাচ্ছে।

এদিকে, কাটাখাল নদীর রতনপুর ব্রিজের নিচ থেকে অবাধে বালু খননের ফলে ব্রিজের স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল।

যে কোনও সময় ব্রিজের কাঠামোগত নিরাপত্তা বিপন্ন হতে পারে, যার ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

সরকারি গাইডলাইন ও নিরাপত্তা বিধি অমান্য করে এই অবৈধ ব্যবসা চালানোয় স্থানীয় জনগণ এবং পরিবেশপ্রেমী সংগঠনগুলো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তারা মনে করেন, সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও বন বিভাগ সঠিকভাবে কাজ করলে মাফিয়ারা এমন দাপট দেখাতে পারতোনা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token