হাইলাকান্দি, ১৭ অক্টোবর : মওলানা আব্দুল হক চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মকর্তারা
উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নত ওয়াল জমাতের প্রাক্তন সভাপতি আব্দুল হক চৌধুরীর স্বাস্থ্যের খবর নিলেন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মকর্তারা।
মওলানা আব্দুল হক চৌধুরীর বয়স আনুমানিক নব্বইয়ের কাছাকাছি হলেও তাঁর শারীরিক অবস্থা মুটামুটি ভাল। হাইলাকান্দি শহরতলীর রাঙাউটির নিজ বাড়িতে রয়েছেন।
হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির এক প্রতিনিধি দল মওলানা আব্দুল হক চৌধুরীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং অসমীয়া গামছা দিয়ে সংবর্ধনা জানান।
প্রতিনিধি দলে ছিলেন, হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মওলানা আখতার হোসেন লস্কর, মূখ্য উপদেষ্টা মুফতী মাওলানা কাহির উদ্দিন মজুমদার, সহ-সভাপতি নূর আহমদ লস্কর, সাংগঠনিক সম্পাদক রবিজুল রাহমান বড়ভূইয়া, সাহারুল ইসলাম বড়ভূইয়া, সহসম্পাদক মোস্তাফা আহমেদ মজুমদার ও পশ্চিম হাইলাকান্দি যুব আহলেসুন্নতের সভাপতি মওলানা জসীম উদ্দীন মজুমদার প্রমুখ। এদিন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির মূখ্য উপদেষ্টা মুফতি মওলানা কাহির উদ্দিন মজুমদার মুসলমান সমাজে বর্তমান প্রচলিত খেজুরী বিবাহকে ইসলামী শরীয়তে দৃষ্টিতে নিষিদ্ধ বলে জানান।