সুপ্রিয় পাল, দুল্লভছড়া : প্রতিটি ভাষার আদি ভাষা সংস্কৃত, কিন্ত দিনের পর দিন সেই আদি ভাষা অভিবাবকদের সচেতনতার অভাবে প্রায় বিলুপ্তির পথে।
তাই এই ভাষা সম্পর্কে প্রতিজন পড়ূয়া ও অভিবাবকদের সচেতন করার লক্ষ্যে বিভাগীয় ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ আজ করিমগঞ্জ জেলার দুল্লভছড়া পূর্ব কৃষ্ণনগর গ্রামের সরস্বতী চতুস্পাটীতে দশ দিবসীয় প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কমিটির সভাপতি নরত্তম মিশ্রের পৌরহিত্য অনুষ্টিত সভার প্রারম্ভে সরস্বতীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন এবং পড়ূয়াদের বানী বন্দনায় দুইটি গান পরিবেশন করেন।
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সংস্কৃত ভাষা প্রেমিকরা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন প্রতিজন নাগরিকদের প্রতিটি ভাষার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
কারণ প্রতিটি ভাষার উৎস সংস্কৃত ভাষা, যার শব্দ ভান্ডার অন্যান্য ভাষার চাইতে অনেক বেশী কিন্তু সেই ভাষাই বিলুপ্ত হতে চলছে।
বিশিষ্ট অথিতি হিসেবে উপস্থিত বিষ্ণুপদ রাজ বংশী সংস্কৃত ভাষার গুরুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
এদিকে স্কুল অধ্যক্ষ গোপাল চ্যাটার্জী বিগত সালের সংস্কৃত পাট্যক্রম ও বতর্মানের বেদ শাস্ত্র নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন।
তিনি সংস্কৃত ভাষা নিয়ে অভিবাবকদের এগিয়ে আসার অনুরোধ জানান। সভায় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক সমর সিনহা, ছাত্রছাত্রী সহ অবসর প্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ রাজবংশী, শিক্ষক সুব্রত পাল ও গিরিজা প্রসাদ বিন, বজেন্দ্র সিনহা অন্যানরা।