দীপন দাস, কাটিগড়া : শুক্রবার গভীর রাতের ভারি বর্ষণে প্রকাণ্ড ভূমি স্খলনের ঘটনা সংঘটিত হয়েছে কাটিগড়ার কাতিরাইল মোহনপুরে।
এই ভূমিধ্বসে চাপা পড়ে ভেঙ্গে চুরমার হয়েছে ইকবাল উদ্দিন শেখ নামের এক ব্যক্তির বসত ঘর। এতে গুরুতর আহত হয়েছেন ইকবাল উদ্দিন ও তার স্ত্রী ইমরানা বেগম।
ইকবাল উদ্দিন জানিয়েছেন, রাত প্রায় আড়াই-তিনটে নাগাদ ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বিকট শব্দে ভেঙ্গে পড়ে পাহাড়।
কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁর পাঁকা ঘরের দেওয়াল ভেঙ্গে মাটি এসে তাকে চেপে ধরে, চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
মাটি চাপার ফলে কোমরে মারাত্মক ভাবে আঘাত পেয়েছেন ইকবাল। সে সময় পরিবারের লোকদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হলেও ধস চাপা পড়ে চারটি ছাগল সহ ঘরে থাকা হাঁস মুরগী।
এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি ঘটনাটি কাছাড়ের জেলা প্রশাসনকে জানিয়েছেন।