শ্যামল আচার্য, রামকৃষ্ণ নগর : রামকৃষ্ণনগর থানার বালিরবন্দ গ্ৰামের শরিফ উদ্দিন নামের এক ব্যক্তির দুই বিঘা জমির উপর লাগানো ফসল দুষ্কৃতকারীরা নষ্ট করে দেওয়ায় রামকৃষ্ণ নগর পুলিশে একটি মামলা নতিভুক্ত হয়।
জানা গেছে এই জমি শরিফ উদ্দিন ক্রয় করার তার ভাই আক্তার উদ্দিন বিভিন্ন মূল্যবান গাছ এবং অন্যন্য ফসল চাষ করেন।
কিন্তু বালিরবন্দ গ্ৰামের পার্শ্ববর্তী ধলিবিল গ্ৰামের কয়েকজন দুষ্কৃতিকারী এগুলো কেঁটে তছনছ করে দেয়।
এনিয়ে ধলিবিল গ্ৰামের অভিযুক্তদের নামে রামকৃষ্ণনগর থানায় একটি মামলা নতিভুক্ত করা হয়েছে, এই মামলার উপর ভিত্তি করে রামকৃষ্ণনগর জমি পরিদর্শন করে।
এব্যাপারে আক্তার উদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, তার ভাই শরিফের ক্রয় করা জমিতে তিনি চাষ করেছিলেন, কিন্তু দুষ্কৃতিকারীরা নষ্ট করে দিয়েছে।
এব্যাপারে তিনি প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।