জুলি দাস, করিমগঞ্জ : সরকার অসহায়দের জন্য অরুনোদয় প্রকল্প চালু করলেও বাস্তবে তা পাচ্ছেন না অনেকেl উল্টো এর সুফল আদায় করছেন ধনিক শ্রেণীর ব্যক্তিরাl
ফলে এ নিয়ে গর্জে উঠেছেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সুপ্রাকান্দি জিপির ভুক্তভোগী মহিলারাl
বিধায়ক এবং পঞ্চায়েত নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শনিবার বঞ্চিত মহিলারা ঘেরাও করেন সুপ্রাকান্দি জিপি কার্যালয়l
খবর পেয়ে জিপি কার্যালয়ের সামনে ছুটে আসেন বিশিষ্ট সমাজসেবী ভোপাল রায়l তিনি বঞ্চিত মহিলাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেনl
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, জিপির যারা অরুণোদয় পাওয়ার যোগ্য তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।
৭০ বছরের উপর অনেক মহিলা রয়েছেন অরুণোদয় প্রকল্পের সুবিধা মিলছে না। যারা বিষয়টি দেখভাল করার কথা তারা এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
এব্যাপারে পদক্ষেপ নিতে জেলা লিগেল সার্ভিস অথরিটির সচিব এবং জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত মহিলারা।