শিলচর, ২১ মে : আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া তিনদিনের বরাক উপত্যকা সফরে ২২ মে শিলচর আসছেন।
তিনি কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উপায়ুক্তদের কার্যালয় সভাকক্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণ জেলা উপায়ুক্ত, পুলিশ সুপার, বিভিন্ন সুরক্ষা বাহিনীর আধিকারিক, সরকারি বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন।
কাটারিয়া ২২ মে বিমানে শিলচর পৌছবেন এবং দুপুরে জেলা উপায়ুক্ত,পুলিশ সুপার, বিভিন্ন সুরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
এরপর রাজ্যপাল কাটারিয়া বিকেল তিনটা পনেরো মিনিটে শিলচর এনআইটিতে সঞ্চালক, শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিন বিকেল সাড়ে চারটায় তিনি আসাম বিশ্ববিদ্যালয় গিয়ে উপাচার্য, শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সেখান থেকে তিনি সড়কপথে করিমগঞ্জে যাবেন এবং অবস্থান করবেন।
২৩ মে সকাল সাড়ে নয়টায় তিনি করিমগঞ্জে উপায়ুক্ত, পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে অনুরূপ বৈঠকে মিলিত হবেন।
ওই দিন ১১:৩০ মিনিটে সুতারকান্দি ইন্দো-বাংলাদেশ সীমান্ত এলাকা, মালেগড়, লাতু , পরিদর্শন করার কথা রয়েছে।
দুপুর ১২ টায় তিনি মালেগড় যুদ্ধ স্মৃতিসৌধ এবং লাতু গিয়ে সিপাহী বিদ্রোহের শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
এরপর বিকেল ৫ টায় হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কার্যালয় সভাকক্ষে অনুরূপ বৈঠকে মিলিত হবেন এবং হাইলাকান্দিতে অবস্থান করবেন।
২৪ মে সকাল ৯ : ১৫ মিনিটে রাজ্যপাল শিলচর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন এবং সেখান থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর হয়ে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন।