রত্নদ্বীপ চক্রবর্তী, ধর্মনগর : ধর্মনগরে এক দিবসিও পঞ্চায়েত উন্নয়ন কার্যক্রমের কর্মশালা কাম সংবেদনশীলতা কর্মসূচী বাস্তবায়নের বিভিন্ন বিষয়ের উপর করা হয়েছে।
সকাল ১০টা ৩০ নাগাদ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সুচনা করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের স্ট্যানডিং কমিটির সভাপতি কাজল দাস, দিলীপ কুমার নাথ (অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পঞ্চায়েত উত্তর ত্রিপুরা জিলা পরিষদ), দিলীপ বর্ধন (সভাপতি,দারিদ্র্য বিমোচন স্থায়ী কমিটি, উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, শ্রীপদ দাস( চেয়ারম্যান, যুবরাজনগর পঞ্চায়েত সমিতি), টিঙ্কু শর্মা (চেয়ারম্যান, কালাছড়া পঞ্চায়েত সমিতি), গৌতম চৌধুরী (জেলা পঞ্চায়েত অফিসার উত্তর ত্রিপুরা), প্রীতম ভট্টাচার্য (পিআরডিও কুমারঘাট)।
উত্তর জেলার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি, আরপিএম, পঞ্চায়েত সমিতির সদস্য গণ এবং জেলা পরিষদের সদস্য সহ বিওসির চেয়ারম্যান সহ ব্লকের সরকারি কর্মী বৃন্দ সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে প্রধান ছিল ৫০ জন, চ্যায়ারম্যান ভাইস চ্যায়ারম্যান ৬ জন, পঞ্চায়েত সেক্রেটারি ৮৬ জন, আরপিএম এর সংখ্যা ছিল ৪৫, জিলা পরিষদের সদস্য ৭ জন, ইলেকটেড রিপ্রেজেনটেটিভ ৬৪ জন উপস্থিত ছিলেন