রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর : ধর্মনগরের বয়েজক্লাব উত্তরত্রিপুরা জেলা তথা রাজ্যের একটি পরিচিত নাম। প্রতিবছরই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানান সামাজিক কর্মসূচি করে থাকে।
আজও ধর্মনগরে একটি মেগা স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বয়েজ ক্লাবের উদ্যোগে।
যেখানে এই স্বাস্থ্য শিবিরে ত্রিপুরা তথা বহি রাজ্যের বিশিষ্ট ডাক্তারদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়, শর্করার মাত্রা নির্ণয়, হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় সহ প্রায় সকল রকমের রক্ত পরীক্ষা করা হয়।
পাশাপশি এই শিবিরে ১০ জনকে হুল চেয়ার, ১ জনকে ট্রাই-সাইকেল, ১৯০ জনকে চশমা, ১৭জনকে হিয়ারিং মেশিন, দৃষ্টিহীন ১ জনকে ওয়াকিং স্টিক বিনামুল্যে দেওয়া হয়।
এই শিবিরে ১২০ জনেরও অধিক মানুষ চক্ষু পরীক্ষা করায় এবং উক্ত রক্তদান শিবিরে মোট ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
এই স্বাস্থ্য শিবিরে মোট ৯ জন চিকিৎসক উপস্থিত ছিলেন, শিবির শেষে তাদের প্রত্যেককে সম্বর্ধিত করা হয় ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে।
মেগা স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ধর্মনগরের এসডিএম তথা উত্তর ত্রিপুরার সিএমও অরুনাভ চক্রবর্ত্তী, এমএস দীপক হালদার, ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলার পিজুষ কান্তি দে, সিনিয়র অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকুল কৃষ্ণ শর্মা, বয়েজ ক্লাবের সভাপতি আশীষ কুমার দে।
এছাড়াও ছিলেন সহ সভাপতি সুজিত আচার্যী, সম্পাদক উত্তম আচার্যী, সকারি সম্পাদক বিজয় সাহা, সুভ্র চক্রবর্ত্তী, আকাশ রায় সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এবং এলাকার জনগণ।
উক্ত শিবিরে জনসাধারণের উপচ্ছেপরা ভীড় ছিল লক্ষনীয়। ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় ধর্মনগরের জন সাধারণ তথা গোটা উত্তর ত্রিপুরা জেলাবাসী খুবই উপকৃত হয়েছেন বলে অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন।