হিংসায় বাংলাদেশ নিহত ছয় সাংবাদিক! প্রতিবাদ ধর্মনগরে

Spread the love

রত্নদীপ চক্রবর্তী, গণআওয়াজ ধর্মনগর : পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, লুটপাট এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে সরব হলেন ধর্মনগরের সাংবাদিকরা।

গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সেখ হাসিনা সরকারকে প্রশাস‌নিক যন্ত্রের ইশারায় ক্ষমতাচ‌্যুত করে    সে দেশে অরাজকতার সৃষ্টি করায় তীব্র নিন্দা ও ধিক্কারও জানান ধর্মনগরের সাংবাদিকরা।

উল্লেখ্য যে, গত পাঁচ আগস্ট এক চক্রান্তের শিকার হয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী সেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শুরু হয় এই অরাজকতা।

সংখ্যালঘুদের সম্পদ লুট সহ মঠ-ম‌ন্দির, দেবালয়, গীর্জা সহ বা‌ড়ি ঘর এবং ব‌্যবসা প্রতিষ্টানে হামলা ছাড়া ৫ থেকে ৬ জন সাংবাদিককে পি‌টিয়ে হত‌্যা করা হয়।

আহত হয়েছেন আরও দশ থেকে বারোজন সাংবা‌দিক।

এরপরও প্রতি‌হিংসামূলকভাবে প্রেসক্লাব থেকে ৫১ জন সাংবাদিককে ব‌হিষ্কারও করা হয়। এমন ন‌্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বুধবার সারা রাজ্যের ধর্মনগরেও সাংবাদিকরা জেলাশাসকের কার্যালয়ের সামনে মৌন মিছি‌ল করে জড়ো হয়ে প্রতিবাদ সাব‌্যস্ত করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token