আগরতলা, ৩০ সেপ্টেম্বর : অপরাধ মোকাবেলায় পুলিশকে সহায়তা করার জন্য ত্রিপুরা সরকার ৬০৬৭ জন বিশেষ নির্বাহী নিয়োগ করবে।
শুক্রবার আগরতলায় তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন এই নিয়োগ হবে ত্রিপুরার আটটি জেলার পুলিশ সুপারের (এসপি) মাধ্যমে।
২১ বছর থেকে ৪৫ বছর বয়সী পুরুষ ও মহিলাদের মধ্যে যারা ৮ম শ্রেণী পাস করেছে তাদেরকে বিভিন্ন অপরাধ, যেমন মাদক, নারী এবং শিশুদের বিরুদ্ধে অপরাধ সহ অন্যান্য মোকাবিলায় পুলিশকে সহায়তা করতে
চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
বর্তমানে রাজ্যের কয়েক হাজার পুলিশ অফিসার এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে বিদ্রোহ-সম্পর্কিত বিষয়ে ও অন্যান্য বেআইনি কার্যকলাপ মোকাবেলায় সহায়তা করছে।