শিলচর, ২৪ মে : আসামের রাজ্যপাল গোলাব চাঁদ কাটারিয়া বুধবার তিন দিনের বরাক উপত্যকা সফরের শেষ দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল ভবনের কাজ পরিদর্শন করেন।
এর আগে রাজ্যপাল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময় বলেন, রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করলেই রোগীরা অর্ধেক সুস্থ হয়ে উঠেন।
তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রের মূল ভিত্তিই হচ্ছে ব্যবহার, তাই চিকিৎসকদের এক্ষেত্রে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত।
আয়োজিত এই সভায় তিনি চিকিৎসকদের ভালো ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন জনতার টাকা খুবই কষ্টের টাকা।
এই টাকার সঠিক ব্যবহার করে যাতে রোগীদের সেরা পরিষেবা দেওয়া সম্ভব হয়, ইতিবাচক মানসিকতা নিয়ে একথা সবসময় মাথায় রাখতে হবে।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাদের কাজ করার জন্য শক্তি সঞ্চয় এবং সময়ের মূল্য বোঝাটা খুবই জরুরী, এতেই প্রতিষ্ঠানের উন্নতি হবে।
রাজ্যপাল আরও বলেন, তিনি খুঁত ধরতে আসেননি। চিকিৎসকরা যেন তাকে রাজ্যপাল নয়, নিজেদের সহযোগী হিসেবে ধরে নেন।
তিনি বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে সারা ভারতেই বিভিন্ন হাসপাতালের শৌচালয়ের অবস্থা খুবই শোচনীয়। তাই সবার আগে জরুরী হাসপাতালের শৌচালয়ের অবস্থা ঠিক করা।
শৌচালয় পরিষ্কার থাকলে পরিষ্কার থাকবে সারা হাসপাতালই।
রাজ্যপাল বলেন, একসময় তিনি শিক্ষকতা করেছেন পরবর্তীতে রাজনীতিতে এসে আজকের অবস্থানে পৌঁছেছেন।
গোটা কর্মজীবনে তার উপলব্ধি হয়েছে-সেবা, মিষ্ট কথা বলা এবং ভালো ব্যবহারই একজন প্রকৃত মানুষ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, তিনি বলেন এই সরকারের সময় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামগত উন্নতি হয়েছে। এদিন স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত।