হাইলাকান্দি, প্রতিনিধি : হাইলাকান্দি জেলার কালাছড়া বাজারের পাশে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সেল টেলেণ্ট হাইস্কুলও এবছরের মাধ্যমিক পরিক্ষায় চমক দেখিয়েছে।
এই বিদ্যালয় প্রতিবছরই এভাবে ভালো ফলাফল করে সুনাম অর্জন করে আসছে। আজ বিদ্যালয় কর্তৃপক্ষ মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে গামছা দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।
স্কুলের সত্তাধিকারী আহাদ লস্কর ও আতাউর রহমান লস্কর শিক্ষক-শিক্ষিকাদের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর মাধ্যমিক পরিক্ষায় ছাত্রছাত্রীরা ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে।
এবারের মাধ্যমিক পরিক্ষায় ইউনিভার্সেল টেলেণ্ট হাইস্কুলের ১৬ জন ছাত্রছাত্রী পরিক্ষায় বসেছিল, সবাই পাশ করেছে। পাশের হার ১০০ শতাংশ।
প্রথম বিভাগে ৮ জন, দ্বিতীয় বিভাগে ৮ জন পাশ করেছে। স্টার ১টি, লেটার ১৮ টি এসেছে। এবারের মাধ্যমিক পরিক্ষার ফলাফলের উপর তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
পরিশ্রম কোন দিন বৃথা যায় না, যে ভাবে পাঠদান কার্য চলছে আগামীদিনে স্কুলের ছাত্রছাত্রীরা আরও ভালো ফলাফল করবে বলে পূর্ণ বিশ্বাস রয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক জে ইউ মজুমদার উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুতিকা দেব, কাব্বাব হোসেন লস্কর, তনুশ্রী পাল আফিয়া কাওসার বড়ভূইয়া প্রমুখ।