মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হল লিডু!
লিডুর সিপে গ্রামের বাসিন্দা সিরাজ খান এবং আদিবাসী টংকেশ্বর ভুঁইয়ার মধ্যে চলছে এই ভুমি বিবাদ।
জানাগেছে সিরাজ খান এক সময় লিডুর অমৃত গ্রামের বাসিন্দা ঘনশা ভুঁইয়া এবং কমলা ভুঁইয়ার কাছ থেকে ৮ বিঘা জমি মাত্র চল্লিশ হাজার টাকায় বন্ধক নিয়েছিলেন।
এরপর তিনি অবৈধ ভাৱে কাঁচা দলিল বানিয়ে দখল করে নেন।
কিন্তু সিরাজ যার কাছ থেকে জমি বন্ধক নিয়ে কাঁচা দলিল করে নিজের নামে নেন তাদের নামে কোনো জমিই নেই।
টংকেশ্বর এই জমি তাঁর নিজের দাবী করে প্রশ্ন তুলেন কি কারনে আমি আমার ভুমি সিরাজকে দেব।
এছাড়া আদিবাসী লোকদের প্রবঞ্চনা করে ভুমি দখল করার এটা একটা জলন্ত উদাহরণ।
এই ঘটনায় সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার মাৰ্ঘেরিটা আঞ্চলিক সমিতি কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।
ছাত্ৰ সংস্থা প্ৰশ্ন তুলেছে সিরাজ খান কি ভাবে ভয় দেখিয়ে বাইশ বছর ধরে কিভাবে অধিকার সাব্যস্ত করে আসছে?
এদিকে মাটির এই জটীলতা নিষ্পত্তির জন্য মাৰ্ঘেরিটার চক্ৰ আধিকারিকের সঙ্গে দেখা করে বিস্তারিত তুলে ধরে একটি অভিযোগ দাখিল করেছে আসায়।
আসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্পষ্ট করে বলে দেয়, সহজ সরল আদিবাসীদের ভুমি যদি কেউ প্ৰবঞ্চনার ফাঁদে ফেলে দখল করতে চায় তাহলে তারা আইনের দ্বারস্থ হবে।