ব্যুরো রিপোর্ট, কালাইন : কয়েক বছর ধরে কালাইন পাথর কোয়ারি সহ ইউনিট ওয়ান-এর উপরে ইকো সেনসিটিভ জোনে জেসিবি দিয়ে অবৈধ খনন কার্য চালায়ে আসছে বনমাফিয়ারা।
কালাইন রেঞ্জ অফিসের সহযোগে বন মাফিয়ারা এই অবৈধ খনন চালিয়ে যাওয়ায় ফলে ক্ষতির মুখে পড়েছেন স্থানিয় কয়েক হাজার পরিবার।
পাথর কোয়ারির ইউনিট ওয়ান থেকে চব্বিশ ঘণ্টা জেসিবি লাগিয়ে পাথর সংগ্রহ করায় সিন্দুরা বাগান সহ গোটা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে।
এলাকাবাসী পাথর কোয়ারির অবৈধ জেসিবি বন্ধ করা সহ পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে চলতি বছরের প্রথম থেকেই আন্দোলন চালিয়ে আসছিলেন।
তাদের অভিযোগ, কালাইনের রেঞ্জার পঙ্কজ কলিতা এবং বিট অফিসার ফিরোজ চৌধুরীর সহযোগে বন মাফিরা জেসিবি দিয়ে খনন করে বনজ সম্পদ সাফাই অভিযান চালাচ্ছে।
বার বার লিখিত অভিযোগ করার পরও কোন গুরুত্ব দেওয়া হয়নি।
তাই নিরুপায় হয়ে বৃহস্পতিবার সিন্দুরা বাগানের কয়েক শত চা-শ্রমিক নদীর খনন কার্য বন্ধ করতে মাঠে নামেন।
নদীতে অবৈধভাবে খনন কার্য করতে থাকা জেসিবি গুলোর চাকার হাওয়া ছেড়ে দিয়ে নদীতে জেসিবি চালানো বন্ধের দাবি জানান।
কিন্তু পিছিয়ে নেই বন মাফিয়ারা।
বাগান শ্রমিকদের এই আন্দোলন বানচাল করতে সন্তোষ রী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মারপিটের মামলা করেছে এক জেসিবি চালক।
তবে জেসিবি চালকের বয়ান থেকে স্পষ্ট, দীর্ঘদিন থেকে কালাইন পাথর কোয়ারিতে জেসিবি দিয়ে অবৈধভাবে খননকার্য চালানো হচ্ছে।
এখন দেখার বিষয় কালাইন রেঞ্জের বন কর্মী এবং বন মাফিয়াদের বিরুদ্ধে সরকার ও প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। এদিকে সন্তোষ রী-র বিরুদ্ধে কালাইন থানায় মামলার খবর পেয় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় কয়েক শত বাগান শ্রমিক থানা ঘেরাও করে প্রতিবাদ জানান।