অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা : বড়খলার বদরপুর-মাসিমপুর জিপির বদরপুর বাদ্রীপার ২য় খন্ডের বরহাল জল সরবরাহ প্রকল্পের পুরাতন কমিটি ভেঙ্গে শনিবার নুতন কমিটি গঠন করা হয়েছে।
জিপি সভানেত্রীর প্রতিনিধি চিত্ত রঞ্জন গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এদিন জাবির হোসেন বড়ভুইয়াকে সভাপতি এবং মুস্তাফা আহমেদ বড়ভুইয়াকে সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে পুরাতন কমিটির সভাপতি কমরুল ইসলাম বড়ভুইয়ার বিরুদ্ধে প্রকল্পে কাজে দুর্নীতির অভিযোগ তুলে হিতাধিকারিরা অসন্তোষ প্রকাশ করায় এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গ্রামের মূরব্বীরা ক্ষোভ প্রকাশ করে বলেন যে কমরুল ইসলাম কাউকে না জানিয়ে নিজের মর্জীমত যা খুশি তা করে জলজীবন মিশনের টাকা নয়ছয় করেছেন।
একই অভিযোগ রয়েছে সম্পাদক আব্দুল কুদ্দছ বড়ভূইয়ার বিরুদ্ধেও।
তারা দুজনই একই গ্রামের এবং দুজনই মিলেই সরকারী গাইড লাইনকে বুড়োআঙ্গুলি দেখিয়ে বরহাল জল সরবরাহ প্রকল্পটি অর্থ লোপাট করেছে।
তাই গ্রামের মানুষ দুজনকেই কমিটি থেকে সরিয়ে দিয়ে নতুন করে কমিটি গঠন করেছেন।
সভা থেকে এক সময় কমিটির প্রাক্তন সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে হায় হায় ধ্বনিও ওঠে। আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মুন্না ভড়, প্রক্তন এসও খাইরুল ইসলাম খান, সোহাগ আলী বড়ভুইয়া, হাশিম উদ্দিন বড়ভুইয়া, ছইফ উদ্দিন বড়ভুইয়া, আব্দুল রেজাক বড়ভুইয়া, খয়রুল হক মজুমদার, ইন্তাজুর রাহমান বড়ভুইয়া, মস্তুফা আহমেদ বড়ভুইয়া, নজিম উদ্দিন বড়ভুইয়া, সাহিদ আহমেদ বড়ভুইয়া, জাবির হোসেন বড়ভুইয়া আকিল আলি বড়ভুইয়া, ইসলাম উদ্দিন বড়ভুইয়া, আকবর হোসেন মজুমদার প্রমুখ।