অনিমেষ চক্রবর্ত্তী ২৭ মেঃ বড়খলা বড়রামপুর জিপির বালাছড়া চা বাগানের মিলন বাউরির ছেলে মলয় বাউরির মৃতদেহ বুধবার বালাছড়া চা বাগানের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে মিলন সিঙ্গাঁড়া-পকুড়ার দোকান চালাত তাই মঙ্গলবার সকালে ঘর থেকে দোকানের জিনিষ আনার জন্য বের হয়ে যায় এবং আর সে বাড়ি ফেরেনি।
এনিয়ে খোজাখুজির পর তাকে বুধবার বালাছড়া চা বাগানে একটি গাছের ঢালে ঝুঁলন্ত অবস্থায় উদ্ধার হয়।
এই ঘটনার খবর পেয়ে আজ অসহায় পরিবারের খোজ নিতে বড়খলা যুব কংগ্রেস সভাপতি আলি আহমেদ বড়ভুইয়া, যুব কংগ্রেসের আসরাফুল আলম বড়ভুইয়া তাঁর শোকসন্তপ্ত দেখা করে সমবেদনা জানান।
এছাড়া তার আত্মহত্যার সটিক তদন্তের দাবি জানান।
এদিন বড়খলা যুব কংগ্রেস সভাপতি আলি আহমেদ বড়ভুইয়া বলেন, এত কম বয়সে (১৬ বছর) কোন ছেলে আত্মহত্যা করলে তার পেছনে নিশ্চয় কোন রহস্য আছে।
তাই তারা এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে অসহায় পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে গ্রোপ সদস্য শংকর বাউরি দুঃখ করে বলেন, মলয়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠাতে গাড়ি ভাড়া সহ চার হাজার পাঁচশত টাকা দিতে হয়েছে।
অসহায় পরিবার খুব কষ্ট করে এই টাকা দিয়েছে। তাই শংকর বাউরি প্রশাসনের কাছে বৃহত্তর বড়খলায় জন্য একটি গাড়ি প্রদানের দাবি জানিয়েছেন যাতে আর কোন অসহায় পরিবারকে এমন অবস্থায় পড়তে হয়।