হিবজুর রহমান : মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের অংশগ্রহণে মেরি মাটি-মেরা দেশ অভিযানে অমৃত কলশ যাত্রায় উৎসবমুখর রূপ নিল ধলাইয়।
এদিন মন্ত্রী ধলাই বিধানসভার পানিভরা, ধলাই ও ভাগাবাজার গাঁও পঞ্চায়েতে অমৃত কলশ যাত্রায় অংশগ্রহণ করেন।
প্রথমে পানিভরা গাঁও পঞ্চায়েতের রেভিনিউ গ্রাম থেকে পানিভরা গাঁও পঞ্চায়েত পর্যন্ত কলশ যাত্রায় প্রায় ৫০০ শতাধিক জনগনের উপস্থিতিতে এক বর্ণাড্য শোভাযাত্রা বের হয়।
পানিভরা গাঁও পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে সভার মাধ্যমে জিপির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অমৃত কলস একত্রিত করে পঞ্চায়েতে দেওয়া হয়।
এরপর ধলাই গাঁও পঞ্চায়েতে সভা অনুষ্ঠিত হয়। শ্যামাপ্রসাদ মূখার্জি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় ধলাই গাঁও পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডের সংগ্রহ করা অমৃত কলসে দান করা হয়।
ভাগাবাজার গাঁও পঞ্চায়েত প্রেক্ষাগৃহেও একই ভাবে অমৃত কলস জমা করা হয়। পৃথক পৃথক আয়োজিত সভায় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহণ কুমার ঝা, জেলার অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমেদ মজুমদার সহ দলের কর্মকর্তারা।