আগামী বছর থেকেই ৪ বছরের স্নাতক পাঠ্যক্রম : হিমন্ত
গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর, রবিবার : আগামী বছর থেকেই কলেজে চার বছরের স্নাতক পাঠ্যক্রমের সূচনা হবে বললেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
রবিবার সোনারি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন জাতীয় শিক্ষানীতি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম হতে হবে, কলেজের পাঠ্যক্রম ইত্যাদি নানা বিষয় তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, ছাত্ৰ-ছাত্ৰীর মধ্যে থাকা মেধা সম্পদ ও সম্ভাবনা খুঁজে বের করে এনে তাদের প্রকৃত মাৰ্গদর্শন করানো, এক কল্পনাশ্রয়ী মনের উন্মেষ সাধন করা, মাতৃভূমির গরিমামণ্ডিত ঐতিহ্যের প্ৰতি শ্ৰদ্ধাশীল করে তোলা এবং স্বদেশপ্রেমে উজ্জীবিত করে তাদের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধে প্রোথিত শিক্ষা প্ৰদান করাই হচ্ছে শিক্ষকের অন্যতম দায়িত্ব।
মুখ্যমন্ত্ৰী গুরু-শিষ্যের সম্পৰ্কের বিষয়টি উল্লেখ করে মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেব, আনন্দরাম ঢেকিয়াল ফুকন, বাণীকান্ত কাকতির জীবনে শিক্ষকের ভূমিকা কী ছিল সেই বিষয়েও আলোকপাত করেন।
ভাষণ প্ৰসঙ্গে মুখ্যমন্ত্ৰী বলেন, আগামী শিক্ষা বৰ্ষ থেকে রাজ্যের কলেজগুলোতে চার বছরের স্নাতক পাঠ্যক্ৰম আরম্ভ করা হবে।
একজন শিক্ষাৰ্থীকে যাতে বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান প্রদান করে পূৰ্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে।
প্ৰসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, যে শিক্ষাগুরু, ছাত্ৰ-ছাত্ৰী ও অভিভাবকদের সমন্বয়েই স্কুল কলেজ জ্ঞানের মন্দিরে রূপান্তরিত হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সোনারি কলেজে স্নাতকোত্তর শ্ৰেণি আরম্ভ করার সুবিধাৰ্থে এর পরিকাঠামো উন্নীতকরণ, ফেকাল্টি নিযুক্তি ইত্যাদির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্টানে কেন্দ্ৰীয় রাজ্যিক মন্ত্ৰী রামেশ্বর, তেলিও ভাষণ প্ৰদান করেন। এছাড়াও অনুষ্ঠানে মন্ত্ৰী তথা চরাইদেউ জেলার অভিভাবক মন্ত্রী বিমল বরা, রাজ্যসভার সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা, সোনারির বিধায়ক ধৰ্মেশ্বর কোঁওর, প্ৰাক্তন মন্ত্ৰী হিরণ্য কোঁওর প্রমুখ উপস্থিত ছিলেন।