দুল্লভছড়া : দুল্লভছড়াকে শিক্ষা হাব বানাতে চান রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার l
তাই রামকৃষ্ণনগরের সার্কল অফিসার সতীশ প্রসাদ গুপ্তাকে (এলআরসিআর) সঙ্গে নিয়ে আজ তিনি দুর্লভছড়া ব্লক রোডের পাতি ফিল্ড সংলগ্ন ৬৫ বিঘা জমি খতিয়ে দেখেন।
সেখানে কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ একটি মডেল ডিগ্রী কলেজ এবং একটি উচ্চমাধ্যমিক স্কুলের জন্য ৩৫ বিঘা ও ৩০ বিঘা ৬৫ বিঘা জমির প্রস্তাব করেন l
বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, লালছড়া জিপির সভাপতি সঞ্জয় কুমার গোস্বামী, বৃহত্তর দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ-এর সভাপতি অংশুমান পাল।
এছাড়াও ছিলেন ব্লক মন্ডল বিজেপির উপ-সভাপতি শ্যাম কুমার সিনহা ও ওবিসি মোর্চার মন্ডল সভাপতি বিমল নাথ প্রমূখ l