মিঠুন বড়ুয়া মার্গেরিটা : রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে তিনসুকিয়ায় চরম আকার নিয়েছে অবৈধ কয়লা সিন্ডিকেট।
লিডুর সিস্টার নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রেরদের অপেক্ষাগার অবৈধ কয়লার গাড়ি ভাংচুর করেছে।
প্রতিদিন হাজার হাজার ম্যাক্স পিকআপ টানছে অবৈধ কয়লা, সিণ্ডিকেট আদায় করছে প্রতিদিন ৪ থেকে ৫ লাখ টাকা।
রাজ্যে বিজেপি সরকার আসার পর তিনসুকিয়ার মার্গেরিটা নির্বাচনী এলাকায় অবৈধ কয়লা সিন্ডিকেট ব্যাপক আকার নিয়েছে।
কয়েক দিন আগে লিডুর সিস্টার নিবেদিতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রেরদের অপেক্ষাগার অবৈধ কয়লার গাড়ি ভাংচুর করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, লিডু পোস্ট অফিসের সামনে ঝর্ণা বস্তির সড়কে প্রতিদিন হাজারেরও বেশি অবৈধ কয়লাবাহী ম্যাক্স পিকআপ গাড়ি চলে।
গাড়ির শব্দে রাতে ঘুমাতে পারছেন না এলাকার মানুষ, অনেক সময় এসব কয়লার গাড়ি পথ চলা সাধারণ মানুষকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
অবৈধ এসব কয়লাবাহী পিকআপ গাড়িগুলো তিরাপ কোলিয়ারির ৩নং মুলুং পাহাড়ের ডিপ মাইনিং থেকে কয়লা নিয়ে আসে।
প্রতিটি অবৈধ কয়লা ম্যাক্স পিকআপ থেকে সিন্ডিকেট আদায় করছে দুইশত করে টাকা, দিনে আদায় করা হয় ৪ থেকে ৫ লক্ষ টাকা।
সিস্টার নিবেদিতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, অবৈধ কয়লার গাড়ি চলাচলে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেছে না।
আশ্চর্যের বিষয় হল কয়লা সিন্ডিকেট গ্যাং প্রকাশ্যে টাইম টেবিলের একটি বোর্ডও ঝুলিয়ে রেখেছে।
বোর্ডে সেই সময় এই রাস্তা দিয়ে শুধুমাত্র অবৈধ কয়লা বোঝাই পিকআপ গাড়িই চলবে। মুলুং পাহাড়ের ডিপ মাইনিং থেকে অবৈধ কয়লার ব্যবসা প্রকাশ্যে চললেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারছে না।