অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা : আসাম মালা প্রকল্পের কাজের গাফিলতির কারণে বড়খলার বড়রামপুর জিপির রামপুরে ভেঙ্গেঁ পড়লো চার-পাঁচটি বিদ্যুতের খুটি।
এই প্রচণ্ড দাবদাহে যখন জনজীবণ অতিষ্ট সেই সময়ে বিদ্যুতের চার-পাঁচটি খুটি ভেঙ্গেঁ পড়ায় স্থানিয়রা সরাসরি কাজের বরাত প্রাপ্ত ঠিকাদারের অনভিজ্ঞতাকেই দায়ি করেছেন।
প্রতক্ষ্যদর্শীরা বলেন বৃহস্পতিবার দুপুরে ঠিকাদারের দশ চাকার একটি ট্রাক যাওয়ার সময় বিদ্যুৎবাহী তারে লেগে যাওয়ায় চার পাঁচটি খুটি সহ তার ছিঁড়ে সড়কে উপচে পড়ে।
এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে দুজন পথচারী সহ দোকান ঘর রক্ষা পেয়েছে।
খবর পেয়ে ছুটে আসেন আঞ্চলিক পাঞ্চাঁয়েত সভানেত্রী সবিতা দাস বড়খলা প্রাক্তন এপি সদস্য আমিন হুসেন খাদেম সহ বিশ্বজিৎ দাস, বড়খলা মণ্ডল বিজেপির সম্পাদক অজিত দাস এবং কল্লোলজিৎ চক্রবর্ত্তী ।
বিশ্বজিৎ দাস বলেন এবিষয় নিয়ে বিভাগীয় এসডিও’র সাথে ফোনে কথা হয়েছে, এসডিও বলেছেন কাজ শুরুর আগেই এব্যাপারে ঠিকাদারের সাথে কথা বলেছেন, কিন্ত তিনি কোন পাত্তা দেন নি বেপরোয়া ভাবে কাজ চালাচ্ছেন।
স্থানিয় জনগণ ঠিকাদারের এহেন খামখেয়ালি কাজের তীব্র ভাষায় নিন্দা জানান, বলেন এসময় যদি স্কুল ছুটি হত তাহলে কি হতো?
তারা মাসুক আহম্মদ লস্কর নামের যে ব্যক্তি এই কাজের দেখাশুনার দায়িত্বে রয়েছে তাকে দুদিনের সময় বেঁধে দিয়ে বিদ্যুৎ পরিযায়ী তার ও খুটি মেরামত করে দিতে বলেছেন।
অজিত দাস বলেন আসাম মালার কাজে কোন ধরনের গাফিলতি চলবে না সরকারি গাইড লাইন মেনে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। কাজ চলাকালিন সকাল বিকাল দুবেলা জল দিতে হবে।