গণআওয়াজ, হাইলাকান্দি : আসন্ন বিধানসভা নির্বাচনে আলগাপুর-কাটলিছড়া আসন পুনরুদ্ধার করতে অসম গণ পরিষদ একপ্রকার যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে।
বিজেপি-অগপ মিত্রজোটের অংশ হিসেবে এই আসন পুনরায় দখলে নিতে অগপ এখন থেকেই কৌশলগতভাবে সংগঠন মজবুত করতে শুরু করেছে।
শুক্রবার আলগাপুরে বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরীর ঘরের সম্মুখে দলের হাইলাকান্দি জেলা কমিটি বিশাল সভার আয়োজন করে।
দলের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়ার সভাপতিত্বে ১২১ নং হাইলাকান্দি এবং ১২২ নং আলগাপুর-কাটলিছড়া সমষ্টি কমিটির সাধারণ সভায় জনগণের ব্যাপক সাড়া মিলে।
এই সভাকে ঘিরে অগপ-র কর্মী মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ বিমলেন্দু সিনহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরাক উপত্যকার ইনচার্জ সুনীল ডেকা।
দলের কেন্দ্রীয় নেতা সুনীল ডেকা বলেন, অসম গণ পরিষদ দলের সঙ্গে আলগাপুরের মানুষের এক আত্মিক সম্পর্ক রয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনে আলগাপুর-কাটলিছড়া আসন পুনরুদ্ধার আমাদের অঙ্গীকার, আর সেই লক্ষ্যে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় অসম গণ পরিষদ শক্তিশালী অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেন তিনি।
ডেকা বলেন, স্থানীয় স্তর থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত সংগঠনকে সুসংহত করে তোলার জন্য দলের নেতৃত্ব ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে।
বিমলেন্দু বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে আলগাপুর-কাটলিছড়া আসন পুনরুদ্ধার করতে আমরা বদ্ধপরিকর।
জনগণের স্বার্থে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অসম গণ পরিষদ সবসময় প্রস্তুত।
সভায় স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
আলগাপুর-কাটলিছড়া সমষ্টি হারানোর গৌরব ফিরিয়ে আনতে অগপ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, দলকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক স্বপন সিনহা, সেলিম উদ্দিন লস্কর, জেলা কমিটির সহসম্পাদক কে ইউ এম আলতাফ হোসেন, শরীফ উদ্দিন চৌধুরী, সাহারুল ইসলাম সহ অন্যান্যরা।