অয়াহিদুর রহমান, গণআওয়াজ : কলিয়াবর ভকুয়ামারীতে সফলভাবে সম্পন্ন হল উত্তর-পশ্চিম দ্বীনি তালিম বোর্ডের পাচ দিন ব্যাপী ধৰ্মীয় প্ৰশিক্ষণ শিবির।
উত্তর-পশ্চিম দ্বীনি তালিম বোর্ডের ব্যবস্থাপনায় ১৮ টি ছবাহী মক্তবের অংশ গ্রহনে অনুষ্ঠিত করা হয় এই বিশেষ ধাৰ্মিক প্ৰশিক্ষণ শিবির।
শিবিরে শিক্ষকরা কিভাবে পাঠদান করবেন এবং ছাত্রছাত্রীরা কিভাবে আধুনিক ও ধৰ্মীয় শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করবেন সেই সম্পৰ্কে প্ৰশিক্ষণ দেওয়া হয়।
পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্ৰশিক্ষণে নবপ্রজন্ম উপকৃত হবে ও বৰ্তমান সমাজে প্ৰচলিত মাদক দ্ৰব্য, হিংসা, অন্যায়, অত্যাচারের বিনাশ হবে বলে আশা প্ৰকাশ করেন উদ্যোক্তারা।
প্ৰশিক্ষণের আজ অন্তিম দিনে ছাত্ৰছাত্ৰীদের মধ্যে কোরান পাঠ, গজল ইত্যাদি বিভিন্ন ধরনের প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্ৰতিযোগিতায় বিজয়ীদের সম্বৰ্ধনা এবং মান পত্ৰ দিয়ে পুরস্কৃত করেন বিধায়ক নুরুল হুদা সহ উদ্যোক্তারা।