শ্যামল আচার্য, রামকৃষ্ণ নগর : উদালগীরি জেলার দরগারবন্দ ভেটেনারি অফিসার বছর ৩০-এর গৌতম মালাকার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পেচায়ালা এলাকার একটি টার্নিংয়ে লোহা সুরক্ষা কবজে বাড়ি খেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কুলে ঢলে পড়েন বলে জানাযায়।
ওই বাইকে আরোহী হিসেবে দুল্লভছড়া ভেটেনারি অফিসার কঙ্কন ডেকা ছিলেন বলে জানাযায়। জানাযায় শুক্রবার রাত আনুমানিক একটার পর পেচায়ালা এলাকার ওই স্থানে দুর্ঘটনা সংঘটিত হয়।
এখন প্রশ্ন হচ্ছে এতো রাতে এই পশুচিকিৎসক কেনই বা দুল্লভছড়ায় গিয়েছিলেন? আসলেই কি হয়েছিলো গৌতম মালাকের সাথে?
এটা কি কোনো দুর্ঘটনা? না কি সুপরিকল্পিত হত্যা? এই ঘটনায় এরকম নানান প্রশ্নের জন্ম দিয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছোটে যায় এবং তাদের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অসি।
অপরদিকে ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছোটে জান রামকৃষ্ণনগর চক্র আধিকারিক সতীশ প্রসাদ গুপ্তা।
এরপর গৌতম মালাকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।