সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১০ এপ্রিল : আসামের অন্যান্য জেলার সঙ্গে করিমগাঞ্জের দুল্লভছড়ায়ও এপিডিসিএল, এপিজিসিএল, এইজিসিএল-এর অস্থায়ী কর্মীরা ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ১১ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন।
কিন্তু আজ বিভাগীয় এজিএম দুপুরে কর্ম বিরতিতে থাকা অস্থায়ী কর্মীদের বিল প্রিন্টিং মেশিন জমা দেওয়ার কথা বলেন।
কর্মবিরতিরত অস্থায়ী কর্মীরা এজিএমকে বিভাগীয় নিয়ম অনুযায়ী রিসিভিং কপি প্রদানে বিল প্রিন্টিং মেশিন জমা দেবেন বলে জানান।
কিন্তু বিভাগীয় এজিএম অস্থায়ী কর্মীদের উপর এফআইআর করার হুমকি দিয়ে চলে যান।
এমনকি কর্ম বিরতিতে থাকা কর্মীদের মোবাইলে হুমকির নোটিশও পাঠানো হয়েছে বলে গণ আওয়াজকে জানান তারা।
অস্থায়ী কর্মীরা দুঃখ প্রকাশ করে বলেন, অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে আর যারা এখন কাজ করছেন এরমধ্যে অনেকই বয়সের কারনে অন্য কোথাও কাজ করার ক্ষমতা নেই।
উজ্জ্বল ভবিষ্যতের আশায় অনাহারে থেকেও দূরদূরান্তে বর্ষার সময়ও এপিডিসিএল-এ দীর্ঘ বছর থেকে বিল সংগ্রহের কাজ করে আসছেন। তাই যতই বাধা আসুকনা কেন তারা পিছু হাটবেন না বলে সাফ জানিয়ে দেন। এমনকি ধাপে ধাপে আন্দোলন আরও তিব্রতর করা হবে বলে জানান।