শিলচর : অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড০ তপোধীর ভট্টাচার্য ও জেলা সভাপতি মন্মথ নাথের যৌথ পরিচালনায় আজ শিলচরে সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামীদিনের আন্দোলন কার্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ড০ তপোধীর ভট্টাচার্য প্ৰিপেইড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনে গ্ৰাহকদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন।
অতিরিক্ত বিলের বোঝায় জনগণের নাভি উঠছে অথচ এপিডিসিএল কৰ্তৃপক্ষ তা গুরুত্ব দিচ্ছে না।
রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটাতে ব্যর্থ এপিডিসিএল কৰ্তৃপক্ষ ঘন্টা পর ঘন্টা লোডশেডিং করে জনগণকে অন্ধকারে রাখতে বাধ্য করছে।
উন্নত প্রযুক্তি ব্যবহারের যুক্তি দেখিয়ে চাপিয়ে দেয়া স্মার্ট মিটার ব্যবস্থা শুরুতেই গ্রাহকদের হয়রানি চরমে পৌঁছাছে, ভবিষ্যতে আরও যে ভয়াবহ হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।
কর্পোরেটদের স্বার্থে তৈরি করা এই ব্যবস্থা বন্ধের দাবিতে তীব্র আন্দোলন গড়ে না তোলা হলে আগামীতে সাধারণ মানুষ বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত হবে।
সংগঠনের পক্ষ থেকে আগামী ১৩ জুন শিলচরের পানপট্টির এপিডিসিএল কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্মারকপত্র প্রদান, ১৯ জুন শিলচর শহরে মানবশৃঙ্খল ও ৪ জুলাই নিষ্প্রদীপ কার্যসূচি পালনে জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।
সভার পর মোমবাতি জ্বালিয়ে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে উড়িশ্যার বালাশোরে রেল দুর্ঘটনায় নিহত মানুষের স্মরণে শোক প্রকাশ করা হয়।