মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : এআইইউডিএফ দলের সঙ্গে মিত্রতার কোন প্রশ্নই ওঠে না, সারা দেশে এখন কংগ্রেসের হাওয়া বইছে, আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে কংগ্রেসের সরকার হবে এটা নিশ্চিত।
অসম থেকে বিজেপিকে উৎখাত করতে কংগ্রেস সহ ১১ টি বিরোধী দল জোট হয়েছে, এই জোটে এআইইউডিফের স্থান হয়নি।
কারণ এআইইউডিফ বিজেপির বি টিম হয়ে কাজ করছে।
হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের আয়োজিত বর্ধিত কার্যনির্বাহক ও সাংগঠনিক সভায় মূখ্য অতিথির বক্তব্যে এভাবেই বললেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাপ শইকিয়া।
তিনি জেলা কংগ্রেস কমিটির প্রত্যেক পদাধিকারীকে নিষ্ঠার সঙ্গে দলের কাজ করার আহ্বান জানান।
শনিবার বিকেল পাঁচটা নাগাদ এ সভা সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন এপিসিসি এবং জেলা কংগ্রেসের বিভিন্ন সেলের পদাধিকারী ও কর্মকর্তারা।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্করের সভাপতিত্বে আয়োজিত এ দলীয় সভায় বিজেপি এবং এআইইউডিএফ দলকে উৎখাত করার ডাক দেন কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।
তিনি এআইইউডিএফ দলকে সমুলে উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেস দল গঠন করবে বলে দাবি করেন।
তাছাড়া সভায় বক্তব্য রাখেন এপিসিসি-র যুগ্ম সম্পাদক তপন রাভা এবং অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সম্পাদিকা রুমিনা মজুমদার।
তারা সবাই বিজেপি এবং এআইইউডিএফ দলের সমালোচনায় মুখর ছিলেন। এদিকে, কংগ্রেস দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে আহবান জানান কংগ্রেস নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপিসিসি-র সদস্য ইসহাক আলী বড়ভূইয়া, আনাম উদ্দিন মজুমদার, হিরালাল দত্ত পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, বাহারুল ইসলাম বড়ভূইয়া, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, যুব কংগ্রেসের সভাপতি শহীদুল আলম বড়ভূইয়া, এনএসইউআই সভাপতি আব্দুল আহাদ বড়ভূইয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক আব্দুল মুবিন লস্কর, সংখ্যালঘু বিভাগের সম্পাদক আনাম উদ্দিন মজুমদার ও করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি অশোক বৈদ্য সহ হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিভিন্ন বিভাগের পদাধিকারীরা।
এদিনের সভায় অগপ ও এআইইউডিএফ দল ত্যাগ করে অনেকেই কংগ্রেস দলে যোগদান করেন এবং তাদেরকে দলে বরণ করে নেন বিশিষ্টজনরা।