রাজু দে, শিলচর : কাছাড় জেলার উধারবন্দ একটি ঐতিহাসিক স্থান। তার দুটি কারণ হল মা কাচাকান্তি মন্দির ও কাছাড় কেশরী সনৎ কুমার দাসের বাড়ী।
বরাক উপত্যকার ইতিহাসে কাছাড় কেশরী সনৎ কুমার দাসের নাম উল্লেখযোগ্য।
কিন্তু উধারবন্দের সনাতন পল্লির স্থানীয় নাগরিকরা দুঃখের সাথে জানিয়েছেন যে কাছাড় কেশরীর বাড়ীর সম্মুখের ঐতিহাসিক প্রাচীন রাস্তাটি মধুরা নদীতে তলিয়ে যাচ্ছে, তার সাথে বহু বাড়ি-ঘরও নদীর জলে তলিয়ে গেছে।
বিগত ১০ থেকে ১২ আগেও কাছাড় কেশরী সনৎ কুমার দাসের বাড়ীর সামনে মধুরা নদীর পারে একটি রাস্তা ছিল।
সেই রাস্তা দিয়ে স্থানীয় জনসাধারণ উধারবন্দ বাজার ও উধারবন্দ উন্নয়ন খণ্ডের কার্যালয় সহ স্কুলের ছাত্ৰ ছাত্ৰীরা যাতায়ত করতেন।
বতমানে এই রাস্তা ও বহু বাড়ী মধুরা নদীতে তলিয়ে গিয়েছে বলে জানান স্থানীয় জনসাধারণ।
ভুক্তভোগি জনসাধারণ সংবাদ মাধ্যমের মাধ্যমে অসমের মূখ্যমন্ত্ৰী ও উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের দৃষ্টি আকৰ্ষণ করেছেন।
অতি তাড়াতাড়ি বিহীত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তারা। উধারবন্দের সনাতন পল্লির স্থানীয় বাসিন্দার মধ্যে কথা বলেন নিকন শীল, রূপক শীল, বাবুল সেন , মনোজ কুমার চন্দ, শিবু মালাকার, রতন তঁতি, মোতি চন্দ, মন্টু শীল, রানু চন্দ সহ আরও অনেকে।