হাইলাকান্দি জেলা জুড়ে পিএম কিষান শিবির, হিতাধিকারীদের উপস্থিত থাকার অনুরোধ

Spread the love

হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার সব কয়টি জিপি কার্যালয়ে সোমবার ১২ জুন থেকে পিএম কিষান-এর জন্য বিশেষ শিবির শুরু হয়েছে।

বৈধ পিএম কিষান হিতাধিকারীদের তাদের ১৪ নম্বর কিস্তি নিশ্চিত করতে আগামী ১৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে শিবির চলবে।

এতে যেসব হিতাধিকারীরা এখন পর্যন্ত পিএম কিষানের সঙ্গে আধার লিঙ্ক এবং ই কেওয়াইসি করারনি, জমির তথ্য জমা দেননি বা ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারেননি, তাদেরকে আধার কার্ড ও সংযোগকারী মোবাইল ফোন, ব্যাংক পাসবুক সহ জমির তথ্যের জেরক্স কপি নিয়ে শিবিরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

জেলার ১৭টি জিপির জন্য ছয়টি স্থানে  শিবির অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার ভাটিরকুপা, বোয়ালিপার, গাংপার-ধুমকর জিপির বোয়ালিপার জিপি কার্যালয়ে শিবির অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেসিক চৌরঙ্গীতে অবস্থিত ১৪০ নম্বর নারাইনপুর এলপি স্কুলে কাঞ্চনপুর, সিরিষপুর ও চন্ডিপুর উজানকুপা জিপির জন্য শিবির অনুষ্ঠিত হবে।

অনুরূপভাবে ১৪ জুন কারিছড়ার ৭৪১ নম্বর রজনীকান্ত এলপি স্কুলে মনিপুর-নিসকর জিপি এবং দারিয়াঘাট কারিছড়া জিপির শিবির হবে।

১৫ জুন ঘাড়মুড়ার সর্বানন্দপুর এমভি স্কুলে মোহাম্মদপুর জয় কৃষ্ণপুর জিপি, টানটু ধ্বনিপুর জিপি এবং নিজ বার্নারপুর সর্বানন্দপুর জিপির শিবির হবে।

১৬ জুন বাঁশডর-বড়হাইলাকান্দি জিপি কার্যালয়ে মাটিজুরি জিপি, সুদর্শনপুর-বন্দুক মারা জিপি, বাশডর-বড়হাইলাকান্দি জিপির শিবির হবে।

১৭ জুন চিপরসাঙ্গন হাইস্কুলে চন্ডিপুর জিপি, উত্তর কৃষ্ণপুর জিপি ও চিপরসাঙ্গন জিপির শিবিরের আয়োজন করা হয়েছে।

জেলার অন্য ৪৫টি জিপির বিভিন্ন স্থানে এ ধরনের আরো  শিবির চলবে। শিবিরগুলি সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এদিকে সোমবার হাইলাকান্দির জেলাশাসক নিসর্গ হিভারে  আলগাপুর জিপি কার্যালয়ে অনুষ্ঠিত শিবিরটি পরিদর্শন করেন এবং হিতাদিকারীদের সঙ্গে কথাবার্তা বলেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token