শিলং : ভারী বৃষ্টিপাতে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের লাইটলারেম গ্রামে বিশাল ভূমিধসে চার নাবালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে যে এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ভাগ্যজনক ঘটনার পর সরকার মৃতদের আত্মীয়দের ক্ষতিপূরণ হিসাবে ৪ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে।
উল্লেখ্য যে, বৃষ্টি অব্যাহত থাকায় পশ্চিম জৈন্তিয়া পার্বত্য জেলার দারাং গ্রামে ভূমিধস নামে, বর্তমানে সংস্কার কাজ চলছে।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমা পরিস্থিতি পর্যালোচনা এবং সমস্ত নিরাপত্তা পদ্ধতি নিশ্চিত করতে বৈঠক করেছেন।
এদিকে সকালে মেঘালয়ের সুনাপুর ৬নং জাতীয় সড়কের টানেলে ভুমিধ্বসে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।