অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা : আবারও সংবর্ধনায় ভাসলেন বড়খলা থানার ওসি মনমোহন রাউত।
তিনি ২০২১-এ বড়খলা থানায় ওসির দায়িত্ব সমজে নেন মনমোহন রাউত এবং এই দুই বছরে বড়খলা থানা এলাকার মানুষের মন জয়ে করতে সক্ষম হন।
এরমধ্যে গত রবিবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার স্বাক্ষরিত এক নির্দেশে মনমোহন রাউতের বদলির নির্দেশ আসে।
তিনি শুধু থানার ওসি ছিলেন তা নয়, এলাকার মানুষের সুখ দু:খে বিভিন্ন সামাজিক কাজেও তার অবদান অনেক।
প্রলয়কারী বন্যার সময় ত্রাণ থেকে শুরু করে মানুষকে উদ্ধার করে এলাকার মানুষের মন জয় করে নেন রাউত।
যেকোন কাজে তার কাছে আসলে মানুষকে সঠিক দীশা দেখিয়ে দেন তিনি। এক কথায় এলাকার গরীব মানুষের সাথে ভালভাবে আচার ব্যবহার করতেন।
তার ব্যবহারে কেউ কোন কষ্ট পায়নি বা মনোক্ষুন্ন হননি।
তিনি বড়খলা এলাকায় চুরি, আসামাজিক কার্যকলাপ, বড়খলা এলাকার মহাসড়কে প্রেম যুগল আড্ডার লাগাম টানতে সক্ষম হয়েছেন।
বড়খলা তিন চারটি খুনের ঘটনায় মূল অপরাধীকে ধরে লাল ঘরে দিয়ে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার কারণে সে সময়ও সংবর্ধনায় ভাসেন মনমোহন রাউত।
চুর-ডাকাতরা বড়খলায় চুরি করার সাহস করলে শতবার ওসি মনমোহন রাউতের কথা ভাবতে হবে। এক কথায় বড়খলা থানা থেকে তার বিদায় মানুষ মেনে নিতে পারছে না।
মঙ্গলবার বড়খলা থানা প্রাঙ্গণে গ্রামরক্ষী বাহিনীর সিওবিডিও প্রণব কুমার দে এবং গ্রামরক্ষী বাহিনীর সম্পাদকরা আনুষ্ঠানিক ভাবে বড়খলা থানার ওসি মনমোহন রাউতকে সংবর্ধনা জানান।
এদিন ফুলাম গামছা এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাকে সংবর্ধনা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তারা।
বক্তব্য রাখতে গিয়ে ওসি মনমোহন রাউত কান্নায় ভেঙ্গে পড়ে কর্মজীবনে বড়খলার মত শান্তি এলাকা তিনি পাননি বলে জানান।
বড়খলার মানুষের কথা আজীবন তিনি মনে রাখবেন বলে জানান ওসি মনমোহন রাউত। উল্লেখ্য বড়খলা থানা স্থাপন হওয়ার পর থেকে এভাবে কোন ওসিকে সংবর্ধনা জানানো হয়নি যা বড়খলার ইতিহাসে এক নজির।