উৎসাহ উদ্দীপনায় উত্তর শিংলা শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর কলাক্ষেত্রের রথযাত্রা পালিত

Spread the love

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : রাজ্যের অন্যান্য জায়গার মত বুধবার শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর কলাক্ষেত্র উত্তর শিংলা রথযাত্রা সমারুহ মহোৎসব বিভিন্ন গ্রাম ও শহর থেকে আগত ভক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

এদিন সকাল থেকেই হরিনগর প্রাচীনতম মন্ডপ ছিল চরম উৎসাহ উদ্দীপনায় ভরা। বিকাল তিনটার পর পূর্ব হরিনগর স্থিত আশ্রমে ভ্ক্তরা রথের দড়িতে টান দেয় ঈশ্বর জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নিয়ে।

প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন অগণিত ভক্তরা।

করুণা মহামারীর দাপাদাপির কারনে প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে বিগত তিনটি বছর রথযাত্রা অনুষ্ঠান হয়নি।

কিন্তু গতবছর থেকে  করুণার প্রকোপ নেই বললেও চলে, সেজন্য এবার মহা সারম্ভরের সাথে ঐতিহ্যবাহী রথযাত্রা সাঙ্গ করা হয়।

কমিটির তরফ থেকে এটাও জানানো হয় যে তারা ৬ দিনের দিন এই উৎসবটি পালিত করবেন। এদিন প্রায় ১৫ থেকে ২০টি রথ একসঙ্গে জড়িত হয়।

দীর্ঘ প্রায় ১৫ বছর থেকে উত্তর সিংলা রথ সমারোহে ছয়দিন পর মহাপ্রভু জগন্নাথ দেবকে রথে করে নিয়ে আসা হয়।

বিধায়ক বিজয় মালাকারও এদিন রথে উপস্থিত হয়ে মহাপ্রভুর আশীর্বাদ নেন ও কমিটির কার্যকর্তাদের  সাথে দেখা করেন।

তাঁর সাথে ছিলেন বিজেপি দলের জেলা অবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রনব মোখার্জী সহ দলীয়কর্মীবৃন্দ।

রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সনাতন ধর্মের উৎসব রথযাত্রার ষষ্ঠ দিনে হরিনগরে উত্তর সিংলা রথ সমারোহ মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে রথ যাত্রা উপভোগ করেন।

রথযাত্রায় কমিটির পক্ষথেকে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর কলাক্ষেত্র পূর্ব হরিনগরের সভাপতি তামফাসেনা সিনহা, সম্পাদক নিতু সিনহা, সদস্য অনিল সিনহা, কমলাকান্ত সিনহা, নবকুমার শর্মা, নারায়ণ সিনহা, বিশ্বকোষ সিনহা,  অবনিকান্ত সিনহা প্রমূখ।

অন্যদিকে, এবার এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত শ্ৰীশ্ৰী জগন্নাথ দেবের বর্ণাঢ্য মনোরম শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বিকাল ৩ ঘটিকায় বিদ্যানগর-আনিপুর-রামকৃষ্ণনগর সড়ক সংলগ্ন স্থান থেকে সমবেত শ্রীশ্রী জগন্নাথ আরতি, দশাবতার গান, নৃত্য পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় সড়ক দিয়ে পূর্ব্ব হরিনগর উক্ত কলাক্ষেত্রে এসে সমাপ্তি হয়।

এদিন রাজপথে শ্রীশ্রী জগন্নাথ দেবের দর্শন, মহোৎসবে যোগদান করে প্রভুর কৃপা আশীর্বাদ লাভ করেন অনেকেই। পরস্পরের প্রতি ভাব বিনিময় ও প্রীতিলতার বন্ধন এবং দেশবাসীর পরম শান্তি লাভের উদ্দেশ্যে আয়োজিত এই রথযাত্রা মহোৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token