কালাইন প্রতিনিধি : কালাইনে অবৈধ বার্মিজ সুপারি মাফিয়ার আক্রমনের শিকার হলেন এক সাংবাদিকের পরিবারের সদস্যরা।
বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় কাটিগড়া রাজ্যেশ্বর পুরের অবৈধ বার্মিজ সুপারির মাফিয়া সুলতান আহমেদর দল এই আক্রমণ চালায় বলে খবরে জানাগেছে।
জানাগেছে যে কাটিগড়া রাজ্যেশ্বর পুরের মাফিয়া সুলতান আহমেদর বাৰ্মিজ সুপারির একটি ট্রাক আটক করেছিল পুলিশ।
পুলিশের বার্মিজ সুপারির এই ট্রাক জব্দ করার খবর সম্প্রচার করেছিল আসিক উদ্দিন। এরপর আসিকের পরিবারের উপর হামলার হুমকি দেয় মাফিয়া সুলতান বাহিনী।
অবশেষে বুধবার সন্ধ্যায় আসিকের পরিবারের উপর আক্রমণ সংঘটিত হয়। এই আক্রমনে গুরত্বর আহত হয়ে চিকিৎসাধীন আসিকের মা, বাবা, ভাই ও বোনরা।
আক্রমণের সময় স্থানীয় লোকজন হাল্লাচিৎকার এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাস্পাপাতালে প্রেরণ করেন।
সাংবাদিক আসিকের মা ও বাবার অবস্থা গুরত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিকে আসিক গুমড়া পুলিশে বার্মিজ সুপারি মাফিয়া সুলতান আহমেদ এবং অন্যান্যদের অভিযুক্তর বিরুদ্ধে মামলা নতিভুক্ত করেছেন বলে জানাগেছে। এই ঘটনায় এলাকার সভ্য সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দাবি উঠছে দুষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাস্থির।