অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা, ২৪ এপ্রিলঃ এবার বড়খলা সমষ্টির চেছরী জিপির অরুনোদয় প্রকল্প নিয়ে বৃহৎ দুর্নীতির তথ্য প্রকাশ্যে জিপির জনগণ।
তারা এসবের জন্য জিপি সভাপতি ভাণু ভূষণ দাসকে অভিযুক্ত করেছেন।
জিপির বেশ কিছু মহিলা চেছরী জিপির সভাপতি ভাণুভূষণ দাসের বাড়ির সম্মুখে দাড়িঁয়ে গণ আওয়াজ-এর এই প্রতিবেদককে অভিযোগ করেছেন, জিপির সভাপতি কোন কিছুরই তুয়াক্কা করছেন না।
সবকিছু তার মর্জি মতো করে যাচ্ছেন।
অরুনোদয় প্রকল্পের হিতাধিকারি বাচাই গাঁওসভার মাধ্যমে করার নিয়ম থাকলেও চেছরী জিপি সভাপতির বিরুদ্ধে লোকদেখানো গাঁওসভার অভিযোগ এনে বলেন, প্রকৃত তালিকা তৈরি করেছেন মর্জিমতো।
তাই প্রকৃত অরুনোদয় পয়াওয়ার যোগ্য মহিলাদের বঞ্চিত করে স্বজনপোষণের আশ্রয় নিয়ে বিত্তশালীদের অরুনোদয় প্রকল্পের সুযোগ করে দিয়েছেন।
জিপি সভাপতির বাড়ির সামনে দাড়িয়ে যারা জিপি সভাপতির বিরুদ্ধে এই গুরত্বর অভিযোগ এনেছেন তাদের মধ্যে রয়েছেন- শিল্পি রানী দাস, সেলিনা আক্তার বড়ভুইয়া, রেজিয়া বেগম বড়লস্কর, শান্তি বালা দাস, হারিপ্রিয়া সিনহা, আবিদা বেগম বড়ভুইয়া, রেজিনা বেগম বড়লস্কর, শিল্পি রানী দাস, সজনা বেগম লস্কর, ছবর জান বিবি বড়ভুইয়া, বেবি সিনহা, থাম্বালিকা সিনহা, ফাতিমা বেগম বড়ভুইয়া, চিনু বেগম বড়ভুইয়া, আরিনা বেগম বড়ভুইয়া।
এছাড়াও রেনু বেগম বড়ভুইয়া, বেগম বড়ভুইয়া, স্বপ্না সিনহা, রেহেনা বেগম মজুমদার, রিনি নমঃশূদ্র, বিমলিনি সিনহা, হাসনা বেগম লস্কর, হাসনা বেগম মজুমদার, লতিফা বেগম বড়ভুইয়া, দাসিনি সিং, আরিনা বেগম মজুমদার, শেলি বেগম লস্কর, আমিতা দেবী, সরস্বতী সিনহা, চন্দ্র সাকি সিং, রেজিয়া বেগম মজুমদার, রঞ্জিতা সিনহা, চন্দ্রবতী দেবী এবং কিন্তার হোসেনরা জানান।
তারা জিপি সভাপতির বিরুদ্ধে অরুনোদয় প্রকল্পে এই বৃহৎ স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগ এনে কাছাড়ের জেলাশাসককে সরজমিনে তদন্তেরও দাবি জানিয়েছেন। অন্যতায় দলবদ্ধভাবে জিপি অফিস তালাবন্ধ করে দিয়ে জিপি সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের হুমকি দেন।