মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : ডিলিমিটেশনের খসড়ার তিব্র প্রতিবাদ জানালো হাইলাকান্দি জেলা কংগ্রেস।
বুধবার হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ডিলিমিটেশনের বিরোধীতা করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা।
জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশ করা হয়েছে তা অত্যন্ত দূর্ভাগ্য জনক হিসাবে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন যে এই খসড়ায় বরাকের দুটি বিধানসভার বিলুপ্তি বেদনাদায়ক এবং হাইলাকান্দি জেলার তিনটি সমষ্টিকে দুটি সমষ্টি করার করায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।
জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন আগামী সোমবার নাগরিক সভা করে কংগ্রেস সহ বিরোধী ঐক্যকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুংকার দেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এপিসিসির সদস্য ইসহাক আলী বড়ভূইয়া, জেলা কংগ্রেসের মূখপাত্র আইনজীবী রুকন উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বড়ভূইয়া।
এছাড়াও ছিলেন সম্পাদক আব্বাস উদ্দিন লস্কর, সারিম সদিওল, সাগির আহমদ লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, আফিয়া বেগম লস্কর, যুব কংগ্রেসের সভাপতি শহিদুল আলম বড়ভূইয়া প্রমুখl