হাইলাকান্দির তিন বিধায়ককে ডিলিমিটেশনের খসড়ার প্রতিবাদে জনগণের সাথে আন্দোলনে ঝাপাতে রাইজর দলের পরামর্শ

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : ডিলিমিটেশনের খসড়া নিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সুরে সুর মিলিয়ে আজ পৃথক আরও একটি সাংবাদিক সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করেছে হাইলাকান্দি রাইজর দল।

রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর ও দলের কর্মী কমরুল ইসলাম বড়ভূইয়া  আরএসএসের নির্দেশে বিজেপি অগণতান্ত্রিকভাবে সমষ্টির সিমানা নির্ধারণের অভিযোগ করেন।  

তারা এটাকে বিজেপি ভোট ব‍্যঙ্ক তৈরী করতে বিশেষ এক সম্প্রদায়কে একত্রিত করার প্রয়াস মনে করেন।

আরএসএসের প্রস্তুত করা ডিলিমিটেশনের তালিকা বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানান জহির ও কমরুল।

তারা আরও বলেন যে জনসংখ্যার উপর ভিত্তি করে বিধানসভা সমষ্টি বৃদ্ধি করার কথা থাকলেও ষড়যন্ত্র মূলকভাবে সমষ্টি বিলুপ্ত করণ করা হচ্ছে।

বরাক উপত্যকার সমষ্টি কর্তন করে ব্রম্মপুত্র উপত্যকায় বৃদ্ধি করার অভিযোগ এনে বলেন বিজেপি সর্বক্ষেত্রে বরাক উপত্যকাকে বঞ্চিত করছে।

রাইজর দলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাইলাকান্দি জেলার বেছে বেছে হিন্দু অধ‍্যুষিত গ্ৰামগুলোকে একটি সমষ্টিতে এবং মুসলমান অধ‍্যুষিত গ্ৰাম আরেকটি সমষ্টির অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা নাম না নিয়েই এআইইইউডিএফ-এর সমালোচনা করে বলেন যে সংখ্যালঘুদের ঠিকাদাররা বিজেপি-আরএসএস-এর আচলে মুখ লুখিয়ে এখন নীরবে নিঃশ্বাস নিচ্ছে।

উন্নয়নের স্বার্থে জেলার তিন বিধায়ককে আচলের বেতর থেকে বেরিয়ে এসে দলমতের উর্দ্ধে উঠে জনগণের সাথে ডিলিমিটেশনের বিরুদ্ধে রাজপথে এসে আন্দোলনে ঝাপিয়ে পড়তে আহ্বান জানান রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর ও কর্মী কমরুল ইসলাম বড়ভূইয়া।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token