দীপন দাস, কাটিগড়া : জল জীবন মিশনে কর্মরত জলমিত্রদের নিয়ে কটুক্তি করায় চটে লাল কাটিগড়ার জলমিত্ররা।
সোমবার কাছাড়ের জেলাশাসক এবং কাটিগড়া থানার ওসির কাছে দেওয়া হয়েছে স্মারকপত্র।
তারা হরিনগর দ্বিতীয় খণ্ড গ্রামের হালিম উদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
জলমিত্রদের এক প্রতিনিধি দল কাটিগড়ার সার্কল অফিসার রবার্ট টোলরের মাধ্যমে জেলাশাসকের উদ্দেশ্য স্মারকপত্র প্রদান করেন।
ক্ষুব্ধ জলমিত্ররা জানিয়েছেন, হালিম কর্মরত জলমিত্র এবং বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার প্রদীপ্ত দের বিরুদ্ধে জ্বালানি চুরির গুরুতর অভিযোগ করেন।
বিভাগীয় জেইর সঙ্গে মিলে জলমিত্ররা জ্বালানি চুরি এবং ইউজার কমিটি গঠনেও অনিয়ম সংঘটিত করেন বলে অভিযোগ করেছিলেন হালিম।
হালিমের এই মন্তব্য কর্মরত জলমিত্রদের আত্মসম্মানে আঘাত লেগেছে। মিথ্যা অভিযোগকারী হালিমকে গ্রেফতারের দাবিও জানান জলমিত্ররা।