হাইলাকান্দি প্রতিনিধি : ফের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মন্ত্রী অশোক সিংহলের প্রতিকৃতি দাহ হাইলাকান্দিতে।
আজ হাইলাকান্দি জেলার লক্ষীরবন্দ এলাকায় ৬নং জাতীয় সড়কের উপর অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মন্ত্রী অশোক সিংহলের কুশপুত্তলিকা দাহ করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।
যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্করের নেতৃত্বে সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন স্লোগানে ডিলিমিটেশনের খসড়ার উত্তাল প্রতিবাদ করেন।
এক সময় প্রতিবাদকারী এবং পুলিশের মধ্যে টানা হেঁচড়া দেখা গিয়েছে। জাতীয় সড়কের উপর তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
কয়েকজন প্রতিবাদকারীকে আটক করে হাইলাকান্দি সদর থানায় নিয়ে যায় পুলিশ। এজেওয়াইসিপি সদ্য প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া শীঘ্রই বাতিল করার দাবি জানিয়েছে।
এজেওয়াইসিপির কবির উদ্দিন লস্কর বরাকবাসীর সঙ্গে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারে প্রতারণা করার অভিযোগ তুলেন। ডিলিমিটেশনের বিরুদ্ধে গোটা বরাক জুড়ে এজেওয়াইসিপির ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানিয়েছেন ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর।