ইসলামিক ইউনিভার্সিটি নির্মাণের স্বপ্ন রয়েছে : ছাহেবজাদা আব্দুল বাছিত
হাইলাকান্দি প্রতিনিধি, ৪ মার্চ : টান্টু দরবার শরীফের আউলিয়া শাহসূফী হজরত মওলানা আব্দুল আজিজ চৌধুরীর নামাঙ্কিত দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা নামে বৃহস্পতিবার নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এদিন মাদ্রাসার ভবন নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টান্টুর ছাহেবজাদা আলহাজ্ব আব্দুল বাছিত চৌধুরী।
এরপর তিনি উপস্থিত সবাইকে নিয়ে এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যত এবং বিশ্বশান্তি কামনায় কেঁদে কেঁদে মোনাজাত করেন
পড়ে সাংবাদিকদের জানান, টান্টুর দরবার শরীফে একটি উন্নত মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আজ তাঁর সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
এখন থেকে টান্টুর ছাহেবের নামে নামাঙ্কিত দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এখানে ইসলামিক ইউনিভার্সিটি নির্মাণের তাঁর স্বপ্নও রয়েছে।
নুতুন এই মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা সহ আধুনিক শিক্ষা প্রদান করা হবে।
এই মাদ্রাসা পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন টান্টুর ছাহেবজাদা আলহাজ্ব আব্দুল বাছিত চৌধুরী।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ ফারুক হোসেন চৌধুরী, মওলানা মকবুল হোসেন চৌধুরী, নজরুল ইসলাম মীরা সহ বরাকের তিনি জেলার বিশিষ্টজনরা।