তেজপুর : আসল নয়, নকল উপায়ুক্ত, চারজন দেহরক্ষী এবং চালক সহ দশ জনের একটি প্রতারক দলকে গ্রেফতার করেছে তেজপুর পুলিশ।
শোণিতপুরের উপায়ুক্তের পরিচয় দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া দশ জনের দলের মূল নায়ক গোলাঘাটের পাঁচআলির অংকুর শইকিয়া বলে পুলিশ সুত্রে জানাগেছে।
অংকুর বেশ কিছুদিন থেকে সাহেবি কায়দায় তিনটি বিলাসী বাহনে ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে ঘুরাফেরা করছিল।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে নকল উপায়ুক্ত তিন দিন থেকে তার দলবল নিয়ে তেজপুরে আস্তানা গেড়ে আছে।
কিন্তু তেজপুরে আস্তানা গেড়ে থাকাটাই নকল উপায়ুক্ত অংকুর এন্ড তার কোম্পানির জন্য দুঃস্বপ্নের হয়ে দেখা দেয়।
উল্লেখ্য যে নিজকে অংকুর শইকিয়া নিজেকে শোনিতপুর জেলার নতুন উপায়ুক্ত পরিচয় দিয়ে তেজপুরের ব্যক্তিগত একটি চিকিৎসালয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য যায়।
কিন্তু চিকিৎসালয়ের কর্মরত চিকিৎসক-কৰ্মচারিদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দিলে নকল উপায়ুক্ত সহ দশ জনের এই দলটিকে গ্রেফতার করা হয়।
কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্ৰী লাভ করেছে বলে দাবি করা গোলাঘাটের যুবক অংকুর শইকিয়া এই কাণ্ড সংঘটিত করার পেচনে কি কারণ লুকিয়ে রয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
এছাড়া তিনটি বিলাসী বাহনের এত খরছ এবং বিলাসী হোটেলে নৈশ যাপন করার মত খরচের অর্থ কোথা থেকে সংগ্র করছে অংকুর শইকিয়া এন্ড কোম্পানি তাও খতিয়ে দেখছে পুলিশ।
আটক করা অংকুর শইকিয়া এন্ড তার টীমকে তেজপুর থানায় রেখে একজন একজন করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছে শোণিতপুর জেলার নকল উপায়ুক্ত গোলাঘাটের অংকুর শইকিয়া এবং তার সঙ্গে থাকা জামুগুড়ি হাটেড় বিশাল হাজারিকা, বিকি হাজারিকা, তাদের পিতা সোণটি হাজারিকা৷
নগাঁও শিমলুগুড়ির নিতুমণি দাস, অজিত দাস৷ কামরূপ হাজোর কৌশিক কলিতা, হিমল ভরালী ও রিংকু কলিতা৷
প্রাপ্ত তথ্যে অনুসারে অংকুরের সঙ্গে আটক শোণিতপুর জামুগুড়ির হাটের দুই ভাই বিশাল হাজরিকা এবং বিকি হাজরিকাকে চাকরি দিয়ে প্রবঞ্চক অংকু তাদেরকে বলেছিল আজ সে তেজপুরের নতুন উপায়ুক্ত হিসাবে যোগদান করবে।
যার ভিত্তিতে পিতা সোণটি হাজরিকা তাঁর দুই পুত্ৰকে নিয়ে তেজপুর এসে নাটকীয়ভাবে টীমটির সঙ্গে পুলিশের হাতে আটক হতে হয়েছে। তেজপুর এবং শোণিতপুর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে জানিয়েছে সূত্রটি।