মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : ডিলিমিটেশনের খসড়া প্রত্যাহারের দাবিতে আজ হাইলাকান্দিতে বরাক বনধের ব্যাপক প্রভাব দেখা গেছে।
মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুত্তলিকা দাহ করে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ স্বাব্যস্থ করে।
এক সময় পুলিশ ও প্রতিবাদকারীর মধ্যে দস্তাদস্তিতে হাইলাকান্দি শহর উত্তপ্ত হয়ে উঠে।
পুলিশ আটক করে হাইলাকান্দি জেলা কংগ্রেসের বেশ কয়েকজন কর্মকর্তাকে।
তাদের মধ্যে রয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, মনোজ মোহন দেব, আলতাফ হোসেন বড়ভূইয়া।
এছাড়াও আব্বাস উদ্দিন লস্কর, বাহারুল ইসলাম বড়ভূইয়া ও সারিম সদিওল সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে পুলিশ গ্ৰেফতার করে।