জুলি দাস
করিমগঞ্জ, ৪ নভেম্বর : ডাম্পার গাড়িতে লাইমস্টোন বোঝাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে মারা গেছেন এক চালক। তার নাম আব্দুল হান্নান। বয়স ৩৫ বছর।
মৃত চালকের বাড়ি পোয়ামারা এলাকায়। করিমগঞ্জ সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে সমঝে দেওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সুতারকান্দি এলাকায়।
করিমগঞ্জে প্রতিদিন প্রচুর গাড়ি লাইমস্টোন নিয়ে সুতারকান্দি এলাকায় যায়। তারপর সেখান থেকে সুতারকান্দি হয়ে বাংলাদেশে রফতানি হয়।
প্রতিটি গাড়িতেই মারাত্মক ওভারলোডে থাকে। অনেক গাড়ি নম্বরবিহীন থাকে। পরিবহন বিভাগের পক্ষ থেকে সম্প্রতি অভিযান চালিয়ে মোট ছয়টি লাইনস্টোন বোঝাই গাড়ি আটক করে জরিমানা করা হয়েছে।
তবে এছাড়াও অবাধে যাতায়াত করে গাড়িগুলি। পরিবহন বিভাগ মধ্যে মধ্যে অভিযান চালালেও পরে দিব্যি এগুলি চলতে থাকে।
এ ব্যাপারে প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর নীরবতায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
শুক্রবার প্রায় ২০০ টি লাইন স্টোন বোঝাই গাড়ি সুতারকান্দি পৌঁছার পর বাংলাদেশে রফতানি হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।
এদিন বিকেলে সুতারকান্দিতে এএস ০১ এএ ১৫৯২ নম্বরের ডাম্পারে লাইনস্টোন ঠিকঠাক করছিলেন চালক আব্দুল হান্নান। তখন তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে লেগে যান।
প্রত্যক্ষদর্শীর সহায়তায় তাকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে মারা গেছেন হান্নান। সিভিল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন।