সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৮ নভেম্বর : বিপুল সংখ্যক জনগনের উপস্থিতিতে ২৭ নভেম্বর (রবিবার)
বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জনগণের উপস্থিতিতে রাতাবাড়ি বিধানসভার পাঁচডালি গ্রামের পূর্ব হরি মন্দিরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংস্কারক গোকুলানন্দ গীতিস্বামীর ১২৭তম জন্মজয়ন্তী পালিত হয়।
এদিন গীতিস্বামীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি অতিথিদের বরণ করার পর সাধনা সিংহের কণ্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত ভাষণের মাধ্যমে অতিথিদের শুভাগমনকে স্বাগত জানান সম্ভাষনা কমিটির সভাপতি সুভাষ সিংহ। অনুষ্ঠানে গোকুলানন্দ গীতিস্বামীর জীবনী নিয়ে মুল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট জনরা।
জানা যায় গোকুলানন্দ গীতিস্বামী ১৮৯৬ সনের ২৬ নভেম্বর শ্রীহট্ট জেলার বানুগাছ পরগনাতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে ত্রিপুরা রাজ্যের কাঞ্চন বাড়ী রাতাছড়ায় বসবাস করাকালীন ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলের সদস্য ছিলেন।
তাছাড়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকে অগ্রসরের পথে এগিয়ে নিয়ে যেতে উনার ভূমিকা ছিল অপরিসীম।
এমনকি সমাজকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি গ্রামে চালিয়েছিলেন সাংস্কৃতিক প্রচার অভিযান।
সমাজে গোকুলানন্দ গীতিস্বামীর একজন সংস্কারক হিসাবে পরিচিত ছিলেন।
এদিকে বিষ্ণুপ্রিয়া ভাষায় ও বাংলা ভাষায় অনেকগুলি কবিতা, নাটক, গান লিখেছিলেন।
উনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার অনিল সিংহ গৌতম, কার্যকারী সদস্য মহাসভা কেন্দ্রীয় কমিটির সুবল চন্দ্র সিংহ, রাজমোহন সিংহ, সিংলা আঞ্চলিক কমিটি সাহিত্য পরিষদ, রবিন মুখার্জি সম্পাদক আসাম রাজ্যিক কমিটি সাহিত্য পরিষদ, অনুকূল সিংহ সদস্য আসাম রাজ্যিক কমিটি মহাসভা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় কচিকাঁচারা গান, নৃত্য, পরিবেশনে অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।
সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন রঞ্জিত সিংহ সভাপতি সিংলা আঞ্চলিক কমিটি, অধ্যক্ষ বীরেন্দ্র কুমার সিংহ সভাপতি সিংলা আঞ্চলিক কমিটির সাহিত্য পরিষদ, প্রণব মুখার্জি কার্যকরী সভাপতি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক পরিষদ, অধ্যক্ষ দেবাশীষ সিংহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির মহাসভা, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গোটা অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নিত্য সিংহ ও সুরজিৎ সিংহ। এদিকে প্রণব মুখার্জি জানান বর্তমানে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার দিল্লিতে অবস্থানরত হওয়াতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি, তবে সহযোগিতা করেছেন।