সুপ্রিয় পাল, দুল্লভছড়া : দুল্লভছড়া হাইয়ার সেকেন্ডারি স্কুল রোডে ১১০ বছর পূর্বে ২৬ জুন রামকৃষ্ণ চ্যাটার্জী (বীটীয়ালা) জগন্নাথ মন্দিরটি স্থাপন করা হয়েছিল।
এরপর প্রতি বছর এই দিনটিতে রথ বের করা হচ্ছে। এবার ও এই দিনটিতে জগন্নাথদেবের রথ বের করা হয়।
বিভিন্ন গ্রাম থেকে প্রায় সাতটি রথ নিয়ে ভক্তরা এখানে মিলিত হন। রথের ভক্ত সমাগম ছিল আর্কষনিয়।
তবে বিগত বছরের চাইতে এবারের রথের সংখ্যা ছিল কম।
এই দিনের রথযাত্রা ভক্তদের মিলন উৎসবে পরিণত হয়। এদিন রথযাত্রা ভক্তদের মধ্যে বিনামূল্যে পানীয় জল বিতরণ করেন সমাজসেবী মনোরঞ্জন সিনহা ও অমিত সিনহা।
এদিকে দিল্লির বারাণসী থেকে বিজেপি আইটি সেলের সভাপতি বিজয় কুমার সিং চৌহান, সামাজ কর্মী জিবু সিনহা ও মনোরঞ্জন সিনহা রথযাত্রা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানান।
অন্যদিকে রথযাত্রা উদযাপন কমিটির প্রাক্তন সভাপতি হেমচন্দ্র চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার ভক্তদের আগমনে উৎসাহ প্রকাশ করেন।
তিনি আগামী বছর রথযাত্রায় ট্রফিক ব্যবস্থা সহ বিভিন্ন দিক নিয়ে পর্যবেক্ষণের পর প্রাইজ বিতরণ, পানীয় জল, ভক্তদের বসার সুব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।