লক্ষীপুর মহকুমা এলাকায় ১২ ঘন্টার সর্বাত্বক বনধ সফল : দাবি কংগ্রেসের

Spread the love

লক্ষ্মীপুর : অবিবেচিত, অসঙ্গতিপূর্ণ ডিলিমিটেশনের খসড়া প্রকাশের প্রতিবাদে আজ মঙ্গলবার ১২ ঘন্টার বনধে ব্যাপক প্রভাব পড়েছে লক্ষীপুর মহকুমা এলাকায়।

 ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট-এর ডাকা এই বনধে বিভিন্ন দল সংগঠন  সমর্থন জানায়।

যদিও লক্ষীপুর মহকুমা এলাকায় মঙ্গলবারের এই ১২ ঘন্টার সর্বাত্মক বনধে বিডিএফ সংগঠনের তেমন কোন পিকেটার্স চোখে পড়েনি, তবে বনধ সফল করতে বিভিন্ন রাস্তায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা  ঝাপিয়ে পড়েন।

পুলিশের রক্ত চক্ষু আর কড়াকড়ির মধ্যে গোঠা লক্ষীপুর মহকুমা এলাকায় ১২ ঘন্টার এই বনধ প্রায় সর্বাত্মক সফল হয়েছে।

বনধ সফল করতে সকাল থেকে সড়কে নামেন লক্ষীপু্রের কংগ্রেস নেতা তথা এপিসিসির সম্পাদক থৈবা সিংহ, লক্ষীপু্রের পুর কমিশনার অমিত দাস, বাপ্পা সেন, লক্ষীপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মহিবুর রহমান খান, সাধারণ সম্পাদক মনোজ কৈরি, বাশকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হোসেনুল হক লস্কর, যুব কংগ্রেসের ফারুক আহমদ বড়লস্করা

এদিন শিবপুরে ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন একদল পিকেটার। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে অবরোধ প্রত্যাহার করে।

অন‍্যদিকে পালোরবন্দ থেকে তলেনগ্রাম হয়ে লক্ষীপুর সড়কের তলেনগ্রামে জোরদার অবরোধ গড়ে তুলেন বিক্ষুব্ধ জনতা।

সড়কের উপর একেবারে প্রকান্ড গাছ ফেলে দিয়ে দীর্ঘ সময় অবরোধ সৃষ্টি করেন। একবার নয় বারবার সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ সাব‍্যস্ত করেন প্রতিবাদী মানুষ।

সড়ক অবরোধ মুক্ত রাখতে পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হয়েছে।

দিনভর কোন সড়কেই যানবাহন ছিলনা, তবুও সড়ক অবরোধ মুক্ত রাখতে পুলিশকে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। এদিকে ডিলিমিটেশনের খসড়ার প্রতিবাদে আজকের বনধ সম্পূর্ণ সফল হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা থৈবা সিংহ, অমিত দাস, বাপ্পা সেনরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token