মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : বরাকের পনেরোটি আসন বহাল রাখতে দলমতের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম লস্কর।
তিনি আজ এক সাংবাদিক বৈঠক ডেকে সদ্য প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া নিয়ে অভিমত ব্যক্ত করে এই আহ্বান জানান।
বলেন, বর্তমান পরিস্থিতিতে কে বিজেপি, কে কংগ্রেস, কে এআইইউডিএফ তা দেখার সময় নয়।
আমরা সবাই বরাকবাসী, বরাকবাসীর স্বার্থে আমাদের অধিকার আদায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়া সময়ের দাবি।
তিনি আরও বলেন, ডিলিমিটেশনের এই প্রকাশিত খসড়ায় চক্রান্ত করে বরাকের পনেরো আসন থেকে দুটি আসন বিলুপ্ত করা হয়েছে।
তাই উন্নয়নের নিরিখে আমাদের বরাকের পনেরটি আসন পুনর্বহাল রাখতে দলমতের উর্দ্ধে উঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অধিক সচেতন হতে হবে।
দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করতে করজোড়ে আর্জি জানিয়েছেন আলগাপুর-মোহনপুরের জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর।