মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : গৌতম বুদ্ধের মূর্তিকে ফুলদানী হিসেবে ব্যবহার করায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে মার্গেরিটায়।
সদৌ অসম টাংসা ছাত্র সংস্থার সজাতি দল এবং মার্গেরিটার বৌদ্ধ ধর্মের মানুষ আজ স্থানীয় র্যানটিক্স হাসপাতালে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য যে র্যানটিক্স হাসপাতালে ফুলদানী হিসেবে গৌতম বুদ্ধের মূর্তিকে ব্যবহার করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিন ক্ষুব্ধ বৌদ্ধ ধর্মের মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায়ও সরব হতে দেখা যায়।
তারা বলেন, প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে নিজেকে গৌতম বুদ্ধের দেশের অধিবাসী হিসাবে পরিচয় দেন।
অথচ দুর্ভাগ্যবশত এদেশেই গৌতম বুদ্ধকে ডাস্টবিন ও ফুলদানী হিসেবে ব্যবহার করা হয়।
সদৌ অসম টাংসা ছাত্র সংস্থা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বিতর্কিত এই র্যানটিক্স হাসপাতালে গৌতম বুদ্ধের তিনটি মূর্তিকে ফুলদানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সদৌ অসম টাংসা ছাত্ৰ সংস্থার অভিযোগ, ডঃ নবোজিত চেলেং মালিকানাধিন মার্গেরিটার র্যানটিক্স হাসপাতালে ইচ্ছাকৃতভাবে গৌতম বুদ্ধের মূৰ্তিকে ফুলদানি হিসাবে ব্যবহার করছে।
অবশ্য তীব্র চাপের মুখে ডাঃ নবোজিত এবং তার স্ত্রী নিজেদের ভুল স্বীকার করে আগামিতে এধরনের হবেনা বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর বৌদ্ধরা মূর্তিটি মার্গেরিটা বৌদ্ধ মঠের ভান্তে বাবার কাছে হস্তান্তর করেন।